সিরিয়ায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে রাশিয়ার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত, সিরিয়ায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাখারোভামুখপাত্র

ছবি: সংগৃহীত, সিরিয়ায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাখারোভামুখপাত্র

সিরিয়ায় ইসরায়েলের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া। রাশিয়া বলেছে, সিরিয়ায় ইসরায়েলের হামলা এ অঞ্চলে উত্তেজনা বাড়াবে যা, অতি বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে।

শনিবার (১৩ জুলাই) সিরিয়ার বার্তাসংস্থা সানা’র বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাখারোভা শুক্রবার সাংবাদিকদের কাছে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জাখারোভা সিরিয়ায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বলেন, ভূমধ্যসাগরের উপকূল শহর বানিয়াসে ইসরায়েল হামলা করেছে। এর তীব্র নিন্দা জানাই।

বিজ্ঞাপন

তিনি বলেন, সোমবার কোনোধরনের পূর্ব সতর্কতা ছাড়াই বানিয়াসে আকাশপথে হামলা করেছে। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমরা এই দায়িত্বজ্ঞানহীন কাজের তীব্র নিন্দা জানাই এবং এটাও বলতে চাই, এ ধরনের হামলার কারণে মধ্য-পূর্ব অঞ্চলে যুদ্ধ আরো বিস্তার লাভ করতে পারে। এ ঘটনা এ অঞ্চলকে খুবই বিপদের মুখোমুখি দাঁড় করাতে পারে।

এসময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেল আবিবের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলের এধরনের অতি বিপজ্জনক সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

সিরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির বার্তাসংস্থা সানা জানায়, ভূমধ্য সাগরের উপকূল শহর বানিয়াসে আকাশ পথে হামলা করেছে। এতে হতাহতে ঘটনা ঘটেছে।