সাড়ে ৯ হাজার আফগান শরণার্থীকে দেশে ফেরত পাঠালো ইরান ও পাকিস্তান
ইরান ও পাকিস্তান ৪ দিনে অন্তত ৯ হাজার ৭শ ৩০ জন আফগান শরণার্থীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৩ জুলাই) আফগানিস্তানের সংবাদমাধ্যম আমু টিভি এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।
খবরে তালেবান পরিচালিত শরণার্থী মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, ইরানে আশ্রয় গ্রহণকারী আফগান শরণার্থীদের নিমরোজের সিল্করুট ও হেরাতের ইসলাম কালা সীমান্ত দিয়ে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে।
এছাড়া পাকিস্তানে আশ্রয়গ্রহণকারী আফগান শরণার্থীদের স্পিন বোলডক এবং তোরখাম সীমান্ত দিয়ে দেশে পাঠানো হয়েছে।
আফগানিস্তানের শরণার্থীবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়, ৩ দিনে তোরখাম সীমান্ত দিয়ে ৯৫টি পরিবারের ৫শ ৩২ জন সদস্য এবং স্পিন বোলডক সীমান্ত দিয়ে ১শ ৫২টি পরিবারের ৮শ ২১ জন আফগান শরণার্থীকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
এছাড়া ৪ হাজার ৭শ ৯৭ জন আফগান শরণার্থীকে হেরাতের ইসলাম কালা সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে। সেইসঙ্গে ৩ হাজার ৫শ ৮০ জন আফগান শরণার্থীকে নিমরোজ সীমান্তের সিল্ক রুট দিয়ে পাঠানো হয়।
এদিকে, এর আগের সপ্তাহে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি পাকিস্তানে আশ্রয় গ্রহণকারী আফগান শরণার্থী এবং পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।
এ সময় তিনি আফগান শরণার্থীদের নিজদেশে ফেরত না পাঠানোর জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের হাইকমিশনারের আহ্বানকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, তালিকাভুক্ত নয়, এমন আফগান শরণার্থীদের তাদের নিজদেশে ফেরত পাঠানো অব্যাহত রাখবে।