তাইওয়ানের জাহাজ ডুবি: ৬ নাবিক নিখোঁজ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত, টাইফুন ‘গায়েমি’র প্রভাবে তাইওয়ানের দ্বিতীয় বৃহত্তম শহরের রাস্তাঘাট ডুবে গেছে

ছবি: সংগৃহীত, টাইফুন ‘গায়েমি’র প্রভাবে তাইওয়ানের দ্বিতীয় বৃহত্তম শহরের রাস্তাঘাট ডুবে গেছে

টাইফুন ‘গায়েমি’র প্রভাবে তাইওয়ানের পণ্যবাহী একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে ৬ জন নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এ সামুদ্রিক ঝড়ের কারণে এ দ্বীপের দ্বিতীয় বৃহত্তম শহরের কিছু কিছু এলাকায় পানি প্রবেশ করেছে। রাস্তাঘাটে পানি প্রবেশ করে বন্যার আকার ধারণ করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালের দিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলের শহর কাওসুইয়াংশের শহরের রাস্তাঘাট পানির তলায় চলে যায়।

এদিকে, দ্বিতীয় দিনের মতো বৃষ্টির কারণে সৃষ্টি হওয়া বন্যার কারণে শিক্ষা-প্রতিষ্ঠান ও অফিস-আদালত বন্ধ রয়েছে। অনেকেই শহর ছেড়ে চলে গেছেন।

বিজ্ঞাপন

এদিকে, তাইওয়ানের ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার পাওয়া এক বার্তায় তারা জানতে পেরেছেন যে, মিয়ানমানের উপকূলে তাদের একটি পণ্যবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। জাহাজের নয়জন নাবিক লাইফ জ্যাকেট নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন।

তাইওয়ানের ফায়ার সার্ভিসের প্রধান হাসিয়াও হুয়ান-চ্যাং সংবাদমাধ্যমকে জানান, জাহাজ ডুবির পর নাবিকেরা লাইফ জ্যাকেট নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছেন।

এদিকে, তাইওয়ানের কোস্টগার্ড এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে দুইজন বিদেশি নাবিককে উদ্ধার করে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে। কোস্টগার্ড অন্য নাবিকদের উদ্ধারের জন্য সমুদ্র উপকূলে অন্যান্য নাবিকদের উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু করেছে।