প্রধানমন্ত্রীকে নিয়ে বিভ্রান্তিকর খবরে ক্ষমা চাইল ভারতীয় গণমাধ্যম

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশ করে ক্ষমা চেয়েছে একটি ভারতীয় সংবাদমাধ্যম।

বাংলাদেশে কোটা নিয়ে সহিংস আন্দোলন চলাকালে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যভিত্তিক গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে এনই’ খবর প্রকাশ করে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানে করে সরিয়ে নেয়া হয়েছে। নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন এই প্রতিবেদনের প্রতিবাদ করার পরে আউটলেটটির ওয়েবসাইটে লেখা হয়েছে: ‘ইন্ডিয়া টুডে এনই- এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং এটি আমাদের প্রতিবেশী দেশে কোনো ধরনের বিভ্রান্তি বা উত্তেজনা সৃষ্টি করে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করছে।’

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, ‘একটি মর্যাদাপূর্ণ সংবাদ প্রকাশনা হিসেবে আমরা তথ্য নির্ভর ও নৈতিক উভয় সাংবাদিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’

বাসসের খবরে বলা হয়, ভারতে বাংলাদেশ হাই-কমিশন ২১ জুলাই ইন্ডিয়া টুডে এনই-এ প্রকাশিত একটি প্রতিবেদনের যথার্থতাকে নাকচ করে, যার শিরোনাম ছিল ‘সহিংস সংঘর্ষের কারণে ভারতীয় শিক্ষার্থীরা ঢাকা ছাড়ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানে করে সরিয়ে নেওয়া হয়েছে।’ সংবাদটি ইন্ডিয়া টুডে এনই’র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শেয়ার করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের হাইকমিশন থেকে জানানো হয় এমন সংকটময় মুহূর্তে এ ধরনের খবর সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে এমনকি উত্তেজনা আরও উস্কে দিতে পারে।