ইয়েমেনের উপকূলে ৪৫ অভিবাসী নিয়ে নৌকাডুবি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইয়েমেনের উপকূলে ৪৫ অভিবাসী ও শরণার্থী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিরা এখনো নিঁখোজ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়েছ। খবর আল জাজিরা।

বিজ্ঞাপন

সংস্থাটি জানায়, লোহিত সাগরের দক্ষিণ প্রান্ত বরাবর বয়ে চলা তাইজ প্রদেশের উপকূলের কাছে প্রবল বাতাস এবং অতিরিক্ত যাত্রী থাকায় স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) রাতে ওই নৌকাটি ডুবে যায়।

তবে ঘটনার বিস্তারিত কোনো তথ্য দেয়নি জাতিসংঘের শরণার্থী সংস্থা। সংস্থাটি বলেছে, বেঁচে থাকা ব্যক্তিদের সহায়তা করার জন্য অংশীদারদের সঙ্গে কাজ করছে তারা। নৌকাডুবির এই ঘটনাটি ইয়েমেন এবং আফ্রিকার মধ্যে বিপজ্জনক যাত্রার বিষয়টিও তুলে ধরেছে তারা।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত জানানো হয়নি এবং নৌকাটি কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয়।

এর আগে গত মাসে, ইয়েমেনের দক্ষিণ উপকূলে এডেন উপসাগরে সোমালিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা ডুবে যাওয়ার পরে অন্তত ৫৬ সোমালি এবং ইথিওপিয়ান অভিবাসীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১৪০ জন নিখোঁজ হওয়ার খবরও পাওয়া সামনে আসে।