ট্রাম্প হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানি নাগরিক আটক

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আসিফ রাজা মার্চেন্ট, ছবি:সংগৃহীত

আসিফ রাজা মার্চেন্ট, ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যারে ষড়যন্ত্রের অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে মার্কিন প্রশাসন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাাম্প ও অন্য কয়েকজন রাজনেতিক ব্যক্তিদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আসিফ রাজা মার্চেন্ট (৪৬) নামক এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

এদিকে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ইরানের সংযোগ আছে বলেও জানিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) গোয়েন্দা সংস্থাটি আরো জানায়, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নাগরিকদের হত্যার জন্য বিদেশি ষড়যন্ত্র চলছে। এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

বিজ্ঞাপন

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুসারে চলতি বছরের এপ্রিল মাসে ইরান থেকে যুক্তরাষ্ট্রে আসেন আসিফ রাজা। সরাসরি হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত একজনের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসার পরপরই যোগাযোগ করেছিলেন আসিফ। আটক হওয়ার পর তিনি নিউ ইয়র্কে হেফাাজতে আছেন।

উল্লেখ্য, গত ১৪ জুলাই যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণাকালে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল।