যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্পের আঘাত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস

ছবি: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি মার্কিন-মেক্সিকো সীমান্তের সান দিয়েগো পর্যন্ত প্রবলভাবে অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনও বড় ক্ষয়ক্ষতি বা আঘাতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১২ আগস্ট) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে। অনুভূত হওয়া ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হাইল্যান্ড পার্কের লস অ্যাঞ্জেলেস এলাকার কাছাকাছি, লস অ্যাঞ্জেলেস সিটি হলের প্রায় ৬.৫ মাইল উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭.৫ মাইল নীচে।

বিজ্ঞাপন

ইউএসজিএস কমিউনিটি রিপোর্টিং পৃষ্ঠা অনুসারে ভূমিকম্পটি বৃহত্তর লস অ্যাঞ্জেলেস থেকে দক্ষিণে সান দিয়েগো এবং পূর্বে পাম স্প্রিংস মরুভূমি অঞ্চলে অনুভূত হয়েছিল।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে লস অ্যাঞ্জেলেসেও অনুভূত হলো। ওই ভূমিকম্পেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিজ্ঞাপন