সরকার উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্র, এমন দাবি ‘হাস্যকর’: ওয়াশিংটন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবিকে 'হাস্যকর' বলে নাকচ করেছে ওয়াশিংটন।

মঙ্গলবার (১৩ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো ভাবেই শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে জড়িত নয়। এটি মিথ্যে অভিযোগ।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখেছি এবং আমরা ডিজিটাল ইকোসিস্টেমজুড়ে তথ্যের সত্যতা আরও শক্তিশালী করার জন্য অবিশ্বাস্যভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের অংশীদারদের সাথে।

এর আগে, গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে হোয়াইট হাউস জানায়। একইসঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে ‘কেবলই মিথ্যা’ বলেও অভিহিত করে হোয়াইট হাউস।

বিজ্ঞাপন