গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গাজায় ইসরায়েলি হামলা, ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলা, ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে। একইসঙ্গে আকাশ পথে এবং ভারী আর্টিলারি থেকে এসব হামলা চালানো হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের অবরোধের ৩শ ১৯ দিনে পড়লো।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ আগস্ট) তুরুস্কের সংবাদমাধ্যম আনাদুলু আজানসি (এএ) এ খবর প্রকাশ করে।

গাজার বার্তাসংস্থা ওয়াফা’র বরাত দিয়ে খবরে বলা হয়, মধ্য গাজায় বুরেজি শরণার্থী শিবির ও দ্য আবু জেইড বাসভবনে ইসরায়েল আকাশ পথে হামলা করলে ৬ জন নিহত এবং কয়েক জন আহত হন।

সেইসঙ্গে উত্তর রাফাহ শহরে আকাশ পথে হামলায় আরো ৬ জন নিহত হন।

এছাড়া রাফাহ শহরের মধ্য ও পশ্চিমাঞ্চলে ভারী আর্টিলারি থেকে ইসরায়েল হামলা চালিয়েছে সোমবার রাতে।

খবরে আরো বলা হয়, খান ইউনুসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি ট্যাংক থেকে গোলা ছুড়লে ৫ ফিলিস্তিনি আহত হয়েছেন। নুসেইরাত শরণার্থী শিবিরে ও ডেইর আল-বালাহ এলাকাতেও হামলা করেছে ইসরাইল।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

তিন’শ ১৯ দিন ধরে গাজা অবরোধ করে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪০ হাজার ১শ ৩০ নিহত এবং ৯২ হাজার ৭শ ৪০ জন আহত হয়েছেন। অবরোধের কারণে অবরুদ্ধ গাজাবাসী খাবার, ওষুধ এবং নিরাপদ পানির সংকটে ভুগছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়ে আসছে।