'হেলেন'র আঘাতে লন্ডভন্ড ফ্লোরিডা, নিহত বেড়ে ৪৩

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফ্লোরিডায় একজন উদ্ধারকর্মী ধ্বংসস্তূপ অনুসন্ধান করছেন। ছবি: রয়টার্স

ফ্লোরিডায় একজন উদ্ধারকর্মী ধ্বংসস্তূপ অনুসন্ধান করছেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী হারিকেন হেলেনের আঘাতে অন্তত ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টা নাগাদ ফ্লোরিডার উত্তর পশ্চিমাঞ্চলে আঘাত হানে হারিকেন হেলেন। এতে শনিবার সকাল পর্যন্ত ৪৩ জনের প্রাণহানি ঘটনা ঘটেছে। 


এতে আরও বলা হয়, জর্জিয়ার কিছু অংশে রাস্তাগুলি পুরোপুরি প্লাবিত হয়েছে, দেশটির আবহাওয়া অফিস সেখানে বন্যার সতর্কতা জারি করেছে। এ রাজ্যে আকস্মিক বন্যার ফলে এক মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। জর্জিয়ায় এখন পর্যন্ত অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে।

বিজ্ঞাপন

ফ্লোরিডার স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন, তার বাড়ি 'অলৌকিকভাবে' রক্ষা পেয়েছে। তার আশপাশের সব বাড়ি ধ্বংস হয়ে গেছে। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে আশ্রয়হীন হয়ে পড়েছেন।

ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ মাইল। হারিকেনের প্রভাবে উপকূলীয় এলাকায় কয়েক ফুট উঁচু ঢেউ আছড়ে পড়েছে। কোথাও কোথাও ২০ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়ে রাস্তা ও ঘর-বাড়ি পানির নিচে তলিয়ে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয় যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লোরিডা বিমানবন্দর। এছাড়াও বিদ্যুৎহীন হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। 

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলি বলছে, ভারী বৃষ্টিপাত ও সৃষ্ট ঝড়ের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

ন্যাশনাল হারিকেন সেন্টারের পরিচালক মাইকেল ব্রেনান বলেছেন, শক্তিশালী হারিকেন শনিবার জর্জিয়া এবং ক্যারোলিনাসে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া ও সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

ফ্লোরিডা ডিভিশন অব ইমার্জেন্সি ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক কেভিন গুথরি বলেছেন, বৃষ্টির পানিতে এখন অনেক রাস্তা পানির নিচে। আমরা চাই না কেউ এসময় গাড়ি চালাক।

ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কিত ফ্লোরিডার বাসিন্দারা। অঙ্গরাজ্যটি গত এক বছরে এ নিয়ে তৃতীয়বারের মতো হারিকেনের কবলে পড়েছেন।

ঝড়ের প্রভাবে জার্জিয়া, নর্থ ও সাউথ ক্যারোলিনাতেও বৃষ্টিপাত হচ্ছে। ফ্লোরিডা ও আশপাশের অঙ্গরাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে এক বক্তৃতায় রাষ্ট্রপতি জো বাইডেন দুর্যোগকবলিত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া জন্য আহ্বান জানিয়েছেন।