ভারতে ওষুধ কোম্পানির প্ল্যান্টে বিস্ফোরণ, আহত ১৮

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের এক ওষুধ কোম্পানির রি-অ্যাক্টর প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৮ জন আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।

বুধবার (২১ আগস্ট) দুপুরে লাঞ্চের সময় এ বিস্ফোরণ ঘটে বলে এনডিটিভির এক খবরে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, অন্ধ্রপ্রদেশের আনাকাপাল্লে জেলার অচুটাপুরম স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত ‘এসেনসিয়া’ ওষুধ কোম্পানির প্ল্যান্টের রি-অ্যাক্টরে বিস্ফোরণ ঘটে।

খবরে বলা হচ্ছে, বড় ধরনের ক্ষতি হয়েছে বিস্ফোরণে। আহতদের এনটিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের পর প্ল্যান্ট থেকে বিপুল পরিমাণ ধোঁয়া উঠতে শুরু করেছে। এ ধোঁয়া পার্শ্ববর্তী গ্রামগুলোতেও ছড়িয়ে পড়েছে বলে খবরে জানানো হয়।

দ্যা ডিস্ট্রিক্ট কালেক্টর (ডিসি) এবং সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসপি) ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়ে গেছেন বলে জানা গেছে।

কী কারণে বিস্ফোরণ ঘটেছে এবং এর ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।