পাকিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১১

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৩০ জন আহত হয়েছেন। বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে বলে জানা গেছে।

রোববার (২৫ আগস্ট) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ, জিওনিউজ ও দ্য ডন প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, রোববার ভোরে ইরান থেকে পূণ্যার্থীরা পাঞ্জাব প্রদেশে যাচ্ছিলেন। পথিমধ্যে মাকরানের কোস্টাল হাইওয়ে এলে বাসটি ব্রেক ফেল করে। এরপর এটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত এবং ৩০ জন আহত হন।

লাইয়ারি স্টেশন হাউসের কর্মকর্তা কাদির জানিয়েছেন, পূণ্যার্থীরা সবাই লাহোর ও গুজরানওয়ালা বাসিন্দা। সবাই ইরান থেকে ফিরে আসছিলেন।

লাসবেলা সিনিয়র এসপি ক্যাপ্টেন (অব.) নাভিদ আলম হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন।

এর আগে আগের সপ্তাহে পূণ্যার্থীবাহী একটি বাস পাকিস্তান থেকে ইরানে যাওয়ার সময় একইভাবে ব্রেক ফেল করে উল্টে গেলে ১০ জন নিহত হন। এসময় বাসটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। এর মধ্যে নারী ছিলেন ১৪ জন।