ত্রিপুরাসহ ভারতের ৯ রাজ্যে ভারী বৃষ্টির শঙ্কা, রেড অ্যালার্ট

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ভারী বৃষ্টি

ভারী বৃষ্টি

ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ত্রিপুরাসহ ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ৯টি রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন পূর্ব রাজস্থানে অবস্থানরত নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের বিষয়ে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়ার ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।

এ অবস্থায় যেসব রাজ্যে আইএমডি রেড অ্যালার্ট জারি করেছে, সেগুলোর মধ্যে রয়েছে- গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, মধ্য প্রদেশ, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। এছাড়া উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও রাজস্থানে কমলা সতর্কতা (অরেঞ্জ অ্যালার্ট) জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি ভারতের সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যে রেকর্ড বৃষ্টিপাত এবং পরবর্তীতে বাঁধের গেট খুলে দেওয়ায় প্রতিবেশী বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।