গাজা যুদ্ধের প্রতিবাদ করায় গ্রেটা থুনবার্গ আটক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধের প্রতিবাদ করায় ডেনমার্কের পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গকে আটক করেছে সে দেশের পুলিশ।

বুধবার (৪ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়

বিজ্ঞাপন

খবরে বলা হয়, বুধবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ আন্দোলনকারী ডেনমার্কের কিশোরী গ্রেটা থুনবার্গ কোপেনহেগেনে গাজা যুদ্ধের প্রতিবাদ করার সময় আটক করে সে দেশের পুলিশ।

আন্দোলনকারী শিক্ষার্থীদের এক মুখপাত্র গ্রেটা থুনবার্গের আটকের খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

পুলিশ রয়টার্সকে জানায়, ২০ জনের মতো আন্দোলনকারী কোপেনহেগেন ইউনির্ভাসিটির প্রবেশমুখ অবরোধ করে রাখে। সেসময় সেখান থেকে ৬ জনকে পুলিশ আটক করে নিয়ে যায়।

পুলিশ আটকদের পরিচয় প্রকাশ করতে অনীহা দেখায়। তবে দ্য স্টুডেন্টস অ্যাগেইনেস্ট দ্য অক্যুপেশনের এক মুখপাত্র রয়টার্সকে জানান, আটকদের মধ্যে গ্রেটা থুনবার্গও রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম ইকস্ট্রা ব্লাডার একটা ছবি প্রকাশ করে যাতে দেখা যায়, গ্রেটা থুনবার্গের হাতে হাতকড়া পরানো।