ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলা ৭জন নিহত হয়

ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলা ৭জন নিহত হয়

ইউক্রেনের একটি শহরে রাশিয়ার মিসাইল হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। 

বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে ইউক্রেনের লভিভে এ হামলার ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোর ৫টার দিকে ইউক্রেনের লভিভ শহরের মূল রেলওয়ে স্টেশনের কাছাকাছি আবাসিক ভবন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে বেশ কয়েকটি ভবনে আগুন ধরে যায়।

হামলার বিষয়ে লভিভ অঞ্চলের গভর্নর ম্যাকসিম কোজিটস্কি টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জানান, বুধবার ভোরে রাশিয়ার হামলায় লভিভে মোট ৭ জন নিহত হয়েছেন। নিহত সাতজনের মধ্যে চারজন একই পরিবারের। এর মধ্যে তিনটি শিশুও রয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও ৫০ জন। রাশিয়া ড্রোন ও হাইপারসনিক মিসাইল দিয়ে এ হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

লভিভের সিটি মেয়র অ্যান্দ্রি স্যাডোভি এক ভিডিও বার্তায় বলেন, রাশিয়ার মিসাইল হামলায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। দুটি মেডিকেল প্রতিষ্ঠানসহ দুটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।