মিয়ানমারে ১৩৮ হাতির নিয়ন্ত্রণ নিয়েছে কমিউনিস্ট পার্টি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মিয়ানমারে ১৩৮ হাতির নিয়ন্ত্রণ নিয়েছে কমিউনিস্ট পার্টি

মিয়ানমারে ১৩৮ হাতির নিয়ন্ত্রণ নিয়েছে কমিউনিস্ট পার্টি

মিয়ানমারের সামরিক জান্তার কাছ থেকে ১শ ৩৮টি হাতি জব্দ করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে দেশটির কমিউনিস্ট পার্টি (কমিউনিস্ট পার্টি অব বার্মা- সিপিবি)।

দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় দলটি। আপাতত তারা হাতিগুলির যত্ন নেবে এবং সংরক্ষণ করে রাখবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ সেপ্টেম্বর) মিয়ানমারের সংবাদমাধ্যম মিয়ানমার নাউ -এ খবর জানায়।

খবরে বলা হয়, মঙ্গলবার মিয়ানমারের দ্য পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) দলটির সশস্ত্র সংগঠন কমিউনিস্ট পার্টি অব বার্মা (সিপিবি) এক বিবৃতিতে জানায়, জান্তা সরকারের মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড এনভায়রনমেন্ট কনজারভেশনের কাছ থেকে তারা ১শ ৩৮টি হাতির দখল নিয়ে নিয়েছে।

বিজ্ঞাপন

পিএলএ জানায়, মান্দালয় অঞ্চলের থাবেইকিইন এবং সিনগুতে চলমান যুদ্ধের ফলে ২১টি ক্যাম্প জান্তার হাতছাড়া হয়ে যায়। সেগুলো থেকে এই হাতিগুলি সংরক্ষণে নেয় তারা।

১০ জুলাই থেকে ১১টি ক্যাম্পের ১শ ৩৮টি হাতি এবং এর মাহুতের দখলে নেয় পিএলএ। পরে তাদের নিয়ন্ত্রিত এলাকায় নিরাপদে রাখা হয়। এর আগেও তারা হাতির ১০টি ক্যাম্প দখল নিয়ে নেয়  ।