যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় স্কুলে গুলি, নিহত ৪

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় আপালাচি হাইস্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে এ ঘটোনা ঘটে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার সকালে স্কুলের ভেতর থেকে গুলির শব্দ শোনা যায়। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে একজনকে তাদের জিম্মায় নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

গোলাগুলির পর সেখানে দ্রুত সময়ের মধ্যে পুলিশের ব্যাপক সদস্য উপস্থিত হন। তাদের প্রচেষ্টায় গোলাগুলি বন্ধ হয়। তবে বন্দুকধারীর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর জেলার সমস্ত স্কুলে লকডাউন অবস্থা জারি রয়েছে। সব স্কুলে ব্যাপক সতর্কতার সাথে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, সংস্থাগুলো এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। হোয়াইট হাউজ বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে গুলির বিষয়টি ব্রিফ করা হয়েছে।