গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজার পশ্চিম তীরে ইসরায়েল আকাশ পথে হামলা চালালে ৬ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, বৃহস্পতিবার পশ্চিম তীরের তুবাহস অঞ্চলে একটি গাড়িকে লক্ষ করে ইসরায়েল হামলা করলে ৬ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

রেড ক্রিসেন্ট ও ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার ইসরায়েলি এয়ারফোর্স তুবাহস এবং উত্তরাঞ্চলীয় জর্ডান ভ্যালিতে ৩টি লক্ষবস্তুতে হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় আনুমানিক ১ হাজার ১শ ৩৯ জন নিহত হয়েছেন। অন্যদিকে, হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের হামলায় এ পর্যন্ত মোট ৪০ হাজার ৬শ ২ জন ফিলিস্তিনি নিহত এবং ৯৩ হাজার ৮শ ৫৫ জন আহত হয়েছেন।