মস্কোয় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জরুরি অবতরণ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট রাশিয়ার রাজধানী মস্কোয় জরুরি অবতরণ করেছে। জানা যায়, ফ্লাইটটি ভারতের রাজধানী দিল্লি থেকে বার্মিংহামে যাচ্ছিল।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট (বোয়িং ৭৮৭-৮০০) বুধবার ভারতের রাজধানী দিল্লি থেকে বার্মিংহামে যাচ্ছিল। পথিমধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এটি জরুরিভিত্তিতে রাশিয়ার রাজধানী মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

এ সময় ফ্লাইটটিতে ২শ ৫৮ জন যাত্রী এবং ১৭ জন ক্রু ছিলেন। তবে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিজ্ঞাপন

ত্রুটি মেরামতের পর বৃহস্পতিবার ফ্লাইটটি বার্মিংহামের উদ্দেশে রওয়ানা হয়ে সেখানে নিরাপদে অবতরণ করেছে।