মিউনিখে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: মিউনিখে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত/সংগৃহীত

ছবি: মিউনিখে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত/সংগৃহীত

জার্মানির মিউনিখে ইসরায়েলের কনস্যুলেটের সামনে একজন বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

তার হাতে সেসময় লম্বাকৃতির অস্ত্র দেখার পর পুলিশ গুলি ছোড়ে। এরপর বন্দুকধারীও পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে। পরে পুলিশের গুলিতে তিনি নিহত হন। তার পরিচয় সম্পর্কে কোনোকিছু জানাতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিবিসি এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

পুলিশ জানায়, জার্মানির মিউনিখ শহরের নাজি ডকুমেন্টশন সেন্টার এবং ইসরায়েলের কনস্যুলেটের সামনে একজন বন্দুকধারীর সঙ্গে ৫ জন পুলিশের গুলি বিনিময় শুরু হয়। পরে তিনি পুলিশের গুলিতে নিহত হন।

বিজ্ঞাপন

তবে এ সময় ইসরায়েলের কনস্যুলেট ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ফিলিস্তিনি বন্দুকধারীদের হামলায় ১১ জন ইসরায়েলি এথলেটকে হত্যা দিবস পালন উপলক্ষে বন্ধ ছিল।