হাতির আক্রমণ থেকে বাঁচতে গিয়ে সাপের কামড়ে ৩ শিশুর মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডের একটি গ্রামে হাতির আক্রমণ থেকে বাঁচতে গিয়ে সাপের কামড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশু হলো- পান্নালাল কোরওয়া (১০), কাঞ্চন কুমারী (৮) এবং বেবী কুমারী (৯)।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ এনডিটিভি।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ভারতের ঝাড়খণ্ডের গারওয়াহ জেলার একটি গ্রামে হাতির আক্রমণ থেকে বাঁচতে এক পরিবারের ৮-১০টি শিশু বাড়ির মেঝেতে ঘুমাচ্ছিল। এসময় একটি সাপ খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে ঘুমিয়ে থাকা শিশুদের ওপর আক্রমণ করে। এতে তিন শিশুর মৃত্যু হয়।

চিনিয়া থানার অফিসার ইনচার্জ নীরজ কুমারের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনার পর ভুক্তভোগীরা শিশুদের ওঝার কাছে নিয়ে গেলে সেখানে দুই শিশুর মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা অন্য শিশুকে হাসপাতালে নেওয়ার পথেই শিশুটি মারা যায়।

বিজ্ঞাপন

ঝাড়খণ্ডের গ্রামবাসীদের বিরাজমান হাতির আক্রমণ থেকে বাঁচতে রাতে নিরাপদ স্থানে দলবদ্ধ হয়ে ঘুমাতে হয়। কিছু গ্রামবাসী বাসা কিংবা স্কুল ভবনের ছাদ এবং গ্রামের নির্দিষ্ট স্থানে দল বেঁধে ঘুমায়।