পশ্চিম তীর-জর্ডান সীমান্তে ৩ ইসরায়েলি নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পশ্চিম তীর-জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলা

পশ্চিম তীর-জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলা

জর্ডান অধিকৃত পশ্চিম তীর সীমান্তে এক বন্দুকধারীর হামলায় তিনজন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। নিহত তিনজনের বয়স ৫০ এর কাছাকাছি।

রোববার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

বিজ্ঞাপন

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, জর্ডান অধিকৃত পশ্চিম তীর সীমান্তে অ্যালেনবি ব্রিজ ক্রসিংয়ে বন্দুকধারীর গুলিতে তিনজন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলাকারী জর্ডানের দিক থেকে একটি ট্রাকে করে ওই এলাকায় আসে, তারপর ট্রাক থেকে নেমে গুলি চালায়। পরে স্থানীয় নিরাপত্তা বাহিনী বন্দুকধারীকে প্রতিহত করে।

বন্দুকধারীকে বহনকারী ট্রাকে বিস্ফোরকের চিহ্ন আছে কিনা, তা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ।

এদিকে জর্ডান জানিয়েছে, হামলার পর তারা সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং ঘটনাটির তদন্ত করছে।

যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি ইসরায়েল নিয়ন্ত্রিত। এ স্থান দিয়ে জর্ডানের যানবাহন পশ্চিম তীরে প্রবেশ করে পণ্য খালাস করে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের পর থেকে পশ্চিম তীরে সহিংসতায় এখন পর্যন্ত ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।