ইসরায়েলের সেনাঘাটি লক্ষ করে হেজবুল্লাহর রকেট হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সেনাঘাটি লক্ষ করে রকেট হামলা চালিয়েছে জর্ডানভিত্তিক সংগঠন হেজবুল্লাহ। রাতভর হামলা চালালে সেখানে হতাহতের ঘটনা ঘটেছে বলা হলেও সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সোমবার (৯ সেপ্টেম্বর) ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি- ইরনা এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, লেবানিজ রেসিস্ট্যান্ট মুভমেন্ট হেজবুল্লাহ জানায়, রোববার রাতে ইসরায়েলের সেনাঘাটি লক্ষ করে রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে বেশকিছু হতাহতের ঘটনা ঘটেছে।

তবে কতজন নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সংগঠনটি।

এক বিবৃতিতে হেজবুল্লাহ জানায়, ইসরায়েলের সামাকা এবং কেফার শুবা অঞ্চলের সেনাঘাটি লক্ষ করে মিসাইল হামলা চালানো হয়েছে।

হেজবুল্লাহ আরেও দাবি করে, তারা ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম এলাকাতেও ড্রোন হামলা করেছে।

তবে এবিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।