তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: আল-জাজিরা

ছবি: আল-জাজিরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগে উঠেছে ইরানের বিরুদ্ধে। এ অভিযোগে তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) লন্ডন সফরের সময় ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামির সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন এ বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, রাশিয়া এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চালান হাতে পেয়েছে এবং সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করবে। তাই তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন তিনি।

ব্লিঙ্কেন বলেন, এই অস্ত্র পাওয়ার পর রাশিয়া ফ্রন্ট লাইন থেকে আরও দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে নিজেদের অস্ত্র ব্যবহার বাড়াতে সক্ষম হবে।

বিজ্ঞাপন

যদিও ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে ইরান।

সম্প্রতি ইরানের পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধরত কোনো দেশের কাছে অস্ত্র সরবরাহ করাকে অমানবিক হিসেবে দেখে তেহরান।

ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে একটি "ইতিবাচক পদক্ষেপ" হিসাবে বর্ণনা করেছেন ইউক্রেনের শীর্ষ রাষ্ট্রপতির কর্মকর্তা আন্দ্রিয়ে ইয়ারমাক।