নিউইয়র্কে ফ্ল্যাটে ফাহিম সালেহ হত্যা: হাসপিলের ৪০ বছরের কারাদণ্ড

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’-এর সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহকে হত্যার পর দেহ টুকরো টুকরো করার মামলায় টাইরেস হাসপিলকে ৪০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক রায়ে নির্দয় ওই ঘাতককে এই শাস্তি দেয় নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালত।

বিজ্ঞাপন

ম্যানহাটনের জেলা অ্যাটর্নি বলেছেন, প্রযুক্তি উদ্যোক্তা বসকে হত্যা এবং তার কাছ থেকে প্রায় ৪ লাখ ডলার চুরি করার পরে তাকে টুকরো টুকরো করার জন্য দোষী সাব্যস্ত করা ব্যক্তিগত সহকারী টাইরেস হাসপিলকে ৪০ বছরের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

২০২০ সালের ১৩ জুলাই নিউইয়র্কের ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডের হিউস্টন স্ট্রিটে নিজের বিলাসবহুল ফ্ল্যাটে নৃশংসভাবে খুন হন ফাহিম সালেহ। সালেহ’র চার লাখ ডলার চুরি করেছিলেন তার ব্যক্তিগত সহকারী হাসপিল। সেই সময় তার বয়স ছিল মাত্র ২১ বছর।

বিজ্ঞাপন

অর্থ চুরির ঘটনা লুকাতে তাকে হত্যার পরিকল্পনা করেন হাসপিল। হত্যার পর ইলেকট্রিক করাত দিয়ে তার দেহ টুকরো টুকরো করেন তিনি। এই ঘটনার পরপরই হাসপিলকে গ্রেফতার করা হয়।

ফাহিম সালেহকে নৃশংসভাবে হত্যার পর তার ধড় থেকে মাথা বিচ্ছিন্ন করার ঘটনায় টাইরেস হাসপিল আজ ১১ সেপ্টেম্বর জবাবদিহিতার মুখোমুখী হচ্ছেন। তিনি একজন সদয়, উদার এবং সহানুভূতিশীল ব্যক্তি ছিলেন যিনি বিশ্বকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছেন। ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ মঙ্গলবার এক বিবৃতিতে এমনটি বলেছেন।

অ্যাটর্নি আরও বলেন, যদিও আজকের সাজা জনাব সালেহকে ফিরিয়ে আনবে না, আমি আশা করি এটি তার পরিবারকে বিচারের দাবির পরিসমাপ্তি ঘটাবে কারণ তারা তার বেদনাদায়ক পরিণতির জন্য দীর্ঘদিন শোক প্রকাশ করছেন।

সেই বছরের ১৩ অক্টোবর তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে বিচার শুরু হয়। প্রায় চার বছরের শুনানির পর চলতি বছরের ম্যানহাটন সুপ্রিম কোর্টের জুরিবোর্ড হাসপিলকে দোষী সাব্যস্ত করেন।

আদালতে হাসপিল স্বীকার করেন, তিনি তার প্রেমিকাকে আকৃষ্ট করার জন্য নানা উপহার কিনতে ফাহিমের অর্থ চুরি করেছিলেন। পরে সেই ঘটনা আড়াল করতেই এ হত্যাকাণ্ড ঘটান। তবে বিচারক হাসপিলের এ দাবি নাকচ করে দেন। তিন মাস পর মঙ্গলবার বিচারের রায় ঘোষণা করা হয়। এদিন আদালতে প্রায় এক ঘণ্টা যুক্তিতর্ক শেষে হাসপিলকে ৫০ বছরের যাবজ্জীবন কারাদণ্ডের মত সাজা দেয় জুড়ি বোর্ড। তবে পরে ১০ বছর কমিয়ে তাকে ৪০ বছরের সাজা দেয়া হয়।

ফাহিম সালেহ ২০১৫ সালে বাংলাদেশ ও নেপালের জনপ্রিয় রাইড কোম্পানি পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা। কোম্পানিটির মূল্য ছিল ১০ কোটি ডলার। ২০১৮ সালে ফাহিম সালেহ নাইজেরিয় মোটরবাইক ট্যাক্সি কোম্পানি গোকাডার সঙ্গে কাজ শুরু করেন, যার লাখ লাখ ডলারের তহবিল ছিল এবং দেশে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিল।


সূত্র: এবিসি নিউজ