গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলের হামলায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন শিশুও রয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ খবর জানায়।
বিজ্ঞাপন
ফিলিস্তিনের বার্তাসংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানায়, শনিবার গাজা সিটির তুফাহর একটি ভবনে ইসরায়েল হামলা করলে ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন শিশু ও তিনজন নারী রয়েছেন।
এছাড়া অনেকেই ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন।
এর আগে শুক্রবার গাজা সিটি ও খান ইউনুসে ইসরায়েলের হামলায় মোট ১৯ জন নিহত হন।
এদিকে, জাতিসংঘ প্রধান আলজাজিরা টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা অবশ্যই গাজায় ধ্বংসত্মক যুদ্ধ শেষ করার জন্য চাপ প্রয়োগ করবো।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে ঢুকে হামাস হামলা করলে ১ হাজার ১শ ৩৯ জন ইসরায়েলি নাগরিক নিহত হন এবং ২শ জনকে জিম্মি করে নিয়ে যায়।
অন্যদিকে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত মোট ৪১ হাজার ১শ ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৯৫ হাজার ১শ ২৫ জন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাই নবাবগঞ্জর সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকব। তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।
ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসনজিৎ ঘাষ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যম এ তথ্য জানানো হয়েছে।
ওই চিঠিত বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের মহদীপুর এক্সপার্টারস অ্যাসাসিয়শনসহ ব্যবসায়িক সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী- সাপ্তাহিক ছুটিসহ বুধবার ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৬ দিন স্থলবন্দর আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকব। আগামী ১৫ অক্টোবর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।
সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, সনাতন সম্প্রদায়ের সবচয় বড় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সানামসজিদ স্থল বন্দর ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে যথারীতি বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।
সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপপরিদর্শক) জাফর ইকবাল জানান, পাসপার্টধারী যাত্রী পারাপারর কার্যক্রম চালু থাকবে। এসময় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন অফিস খোলা থাকবে এবং দফতরের দাফতরিক কাজ চলবে।
সোনামসজিদ স্থলবন্দর পানামা পার্ট লিংক লিমিটডর ম্যানজার মাইনুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করায় শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ বুধবার (৯ অক্টোবর) থেকে সামবার (১৪ অক্টোবর) পর্যন্ত ৬ দিন মাহদিপুর বন্দরের সব ধরনের কাজ বন্ধ থাকবে। সোনা মসজিদ স্থলবন্দরে পূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।
গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১শ ৭৫ জন সাংবাদিক নিহত ও আহত হয়েছেন ৩শ ৬৫ সাংবাদিক।
এছাড়া ১শ ৭৮ জন সাংবাদিককে আটক করা হয়। এখনো তাদের হাতে আটক রয়েছেন ৩৬ জন সাংবাদিক। হতাহত ও আটকদের মধ্যে নারী সাংবাদিকেরাও রয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর গাজা উপত্যকা ও পশ্চিম তীরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ-এর হামলায় তারা হতাহত ও আটক হন।
বুধবার (৯ অক্টোবর) ‘দ্য প্যালেস্টাইন মিডিয়া ফোরাম’-এর বরাত দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকাভিত্তিক ওয়েবসাইট ‘ডেজ অব প্যালেস্টাইন’ এ খবর জানায়।
খবরে বলা হয়, ফোরাম জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে এ পর্যন্ত মোট ১শ ৭৫ জন সাংবাদিক নিহত হয়েছেন।
ইসরায়েলি হামলার সময় কখনো সরাসরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা নিহত হন। কখনো তাদের লক্ষ করে গুলি করা হয়েছে। এর মধ্যে ১শ ৬৩ জন পুরুষ সাংবাদিক এবং ১২ জন নারী সাংবাদিক রয়েছেন।
ওয়েবসাইটি জানায়, এই একবছরে গাজায় ইসরায়েলের অপরাধ সংগ্রহ করার সময় ১শ ৭৮ জন সাংবাদিককে আটক করে নিয়ে গেছে আইডিএফ।
‘দ্য প্যালেস্টাইন মিডিয়া ফোরাম’ জানায়, ইসরায়েলের হামলার কারণে গাজার ২৫টি রেডিও স্টেশন বন্ধ হয়ে গেছে। এছাড়া সংবাদমাধ্যমের অফিস ধ্বংস হয়েছে। কোনো সাংবাদিক তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হয়েছেন। কেউ কেউ তাদের বাড়িঘর ছাড়া হয়েছেন।
কোনো কোনো সাংবাদিক সংবাদ সংগ্রহের সামগ্রী হারিয়েছেন। কারোটা ধ্বংসস্তূপে চাপা পড়েছে। কারো কারোটা ভেঙেচুরে গেছে। কারো কারোটা ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ফোরাম জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর হামলার শিকার হয়ে অনেক সাংবাদিক তাদের সংবাদ বিশ্বের বিভিন্ন সংবাদপত্রের অফিসে পাঠাতে পারছেন না।
ফোরাম আরো জানায়, ইসরায়েলি হামলার কারণে ১শ ৮২টি সংবাদমাধ্যমের অফিস ধ্বংস হয়েছে। এখনো ৩৬ জন সাংবাদিক ইসরায়েলি বাহিনীর হাতে আটক রয়েছেন।
সাংবাদিকেরা যাতে তাদের পেশার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেন, সে জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান জানিয়েছে দ্য প্যালেস্টাইন মিডিয়া ফোরাম।
রসায়নে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। তারা হলে- যুক্তরাষ্ট্রের নাগরিক ডেভিড বেকার ও জন এম. জাম্পার এবং যুক্তরাজ্যের নাগরিক ডেমিস হাসাবিস।
বুধবার (৯ অক্টোবর) সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে রসায়নের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করে।
রয়্যাল সুইডিশ একাডেমি জানিয়েছে, ‘পুরস্কারটি দুই ভাগে প্রদান করা হয়েছে। প্রথম ভাগটি 'কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন'-এর জন্য পেয়েছেন ডেভিড বেকার। তিনি যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অধ্যাপক। অপরদিকে দ্বিতীয় ভাগটি যৌথভাবে পেয়েছেন গুগল ডিপমাইন্ডের দুই বিজ্ঞানী ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার। তাদেরকে ‘প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন’-র জন্য যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) পদার্থবিদ্যায় এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জফ্রি ই হিন্টন।
পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজ নামের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে। এ বছরের নোবেল পুরস্কারের সমস্ত ঘোষণা nobelprize.org ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ৪৫ জন নিহত হয়েছে। এতে নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১৩০ জন।
বুধবার (৯ অক্টোবর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, গাজায় ইসরায়েলি হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছেন ১৩০ জন।
এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক হামলায় মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৪২ হাজার ১০ জনে। আহতের সংখ্যা ৯৭ হাজার ৭২০ জন।