গাজায় ইসরায়েলের হামলায় নিহত ১০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলের হামলায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন শিশুও রয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ খবর জানায়।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের বার্তাসংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানায়, শনিবার গাজা সিটির তুফাহর একটি ভবনে ইসরায়েল হামলা করলে ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন শিশু ও তিনজন নারী রয়েছেন।

এছাড়া অনেকেই ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন।

এর আগে শুক্রবার গাজা সিটি ও খান ইউনুসে ইসরায়েলের হামলায় মোট ১৯ জন নিহত হন।

এদিকে, জাতিসংঘ প্রধান আলজাজিরা টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা অবশ্যই গাজায় ধ্বংসত্মক যুদ্ধ শেষ করার জন্য চাপ প্রয়োগ করবো।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে ঢুকে হামাস হামলা করলে ১ হাজার ১শ ৩৯ জন ইসরায়েলি নাগরিক নিহত হন এবং ২শ জনকে জিম্মি করে নিয়ে যায়।

অন্যদিকে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত মোট ৪১ হাজার ১শ ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৯৫ হাজার ১শ ২৫ জন।