বেঁচে আছেন ওসামা বিন লাদেনের ছেলে, চালাচ্ছেন আল কায়েদা

  • আন্তর্জাতিক ডেস্ক ,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বেঁচে আছেন হামজা বিন লাদেন, ছবি: সংগৃহীত

বেঁচে আছেন হামজা বিন লাদেন, ছবি: সংগৃহীত

মারা যায়নি আল কায়েদার অন্যতম নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন। তিনি বর্তমানে আফগানিস্তান থেকে সংগঠনকে নেতৃত্ব দিচ্ছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য মিরর’ তাদের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে জানিয়েছে ওসামা বিন লাদেন এর ছেলে হামজা বিন লাদেন বেঁচে আছেন। তিনি ২০১৯ সালে মার্কিন বিমান হামলায় মারা যান নি।

হামজা বিন লাদেন বর্তমানে বেশ সুরক্ষা বলয়ের মধ্য থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়া প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হামজা বিন লাদেনকে সুরক্ষা দেওয়ার জন্য পাঞ্জশিরের দারা আব্দুল্লাহ খান এলাকায় ৪৫০ জন স্নাইপার সবসময় নিয়োজিত থাকে।

বিজ্ঞাপন

এই সুরক্ষা বলয়ে থেকে ভবিষ্যতে পশ্চিমাদের উপর আক্রমণ করার জন্য দলকে পুনর্গঠিত করছেন বলেও দাবি করেছে সংবাদমাধ্যমটি।

উল্লেখ্য, হামজার বাবা ওসামা বিন লাদেনকে ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি কম্পাউন্ডে মার্কিন বিশেষ বাহিনীর হাতে হত্যা করা হয়েছিল।