পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৬, আহত ২০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৬ জন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসটি ইসলামবাদ থেকে কোয়েটা অভিমুখে যাচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে যায়। এ ঘটনার পর প্রাদেশিক সরকার তদন্তের নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ সেপ্টেম্বর) পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিওনিউজ এ খবর জানায়।

খবরে বলা হয়, শনিবার যাত্রীবাহী একটি বাস পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে কোয়েটা অভিমুখে যাওয়ার সময় বেলুচিস্তান প্রদেশের শেরানির ডানাসারে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সড়কের নিরাপত্তায় থাকা লেভিস কর্মকর্তারা জানিয়েছেন, বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পাশে পড়ে যায়। এতে ৬ জন নিহত ও ২০ জন আহত হন।

এর আগে আগস্ট মাসেই বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনায় অনেকেই নিহত হয়েছেন। ২৫ আগস্ট পূণ্যার্থীবাহী একটি বাস দুর্ঘটনায় ১১ জন নিহত হন। এছাড়া আরেকটি দুর্ঘটনায় ২৫ জন নিহত হন। এদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী, একটি শিশু।