ভারতে ভবন ধসে একই পরিবারের নিহত ৯

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের একটি শহরে ভবন ধসে একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। ভবনটি ধসে পড়লে ১১ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। এর মধ্যে ৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৯ জন মারা যান।

এছাড়া ওই ভবনের নিচে গরুর খামার থাকায় অন্তত ২৪টি গরু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

রোববার (১৫ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস ও পুলিশের বরাত দিয়ে ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি এ খবর জানায়।

খবরে বলা হয়, উত্তর প্রদেশের মিরুতের জাকির নগর এলাকায় শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে একটি তিনতলা ভবন ধসে পড়ে। ১৫ ঘণ্টা পর একই পরিবারের ৪ সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও ৯ সদস্য নিহত হয়েছেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে উদ্ধার তৎপতার নির্দেশ দিচ্ছেন।

একটি গলির ভেতরে ভবনটি অবস্থিত বলে জেসিবি মেশিন ভেতরে যেতে পারছে না বলে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে। কী কারণে ভবনটি ধসে পড়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।