ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পাচারকালে চ্যানেলে ডুবে মৃত ৮
ফ্রান্স থেকে রাবারের তৈরি ডিঙি নৌকায় যুক্তরাজ্যে পাচারকালে ইংলিশ চ্যানেলে ডুবে ৮ অভিবাসীর মৃত্যু হয়েছে।
ফ্রান্সের পুলিশ জানায়, ওই ডিঙি নৌকায় ৫০ জন অভিবাসী ছিলেন। তারা রাতভর চ্যানেল পাড়ি দেওয়ার এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিবিসি ফ্রান্সের পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এ খবর জানায়।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, যুক্তরাজ্যের স্থানীয় সময় শনিবার দিনগত রাত ১২টায় (বাংলাদেশ সময় রোববার সকাল ৬টা) নৌকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে রাবারের তৈরি নৌকাটি ফ্রান্সের পাস ডে-ক্যালেইস অঞ্চলে ডুবে যায়। সেসময় ওই নৌকায় ৫০ জন অভিবাসী ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার সময় উপকূলের কাছাকাছিই ছিল।
এর মাত্র কয়েকদিন আগে ইংলিশ চ্যানেলে একটি নৌকা ডুবির ঘটনা ঘটলে ১২ অভিবাসী ডুবে মারা যান। এর মধ্যে ৬ জন শিশু ও একজন গর্ভবতী নারী ছিলেন।
ফ্রান্সের কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটি সমুদ্র থেকে অ্যামব্লেটিউস শহরের তীরে আসার চেষ্টা করছিল কিন্তু তারা তখনও সাহায্য চায়নি।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ৮ অভিবাসীর মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করে বলেন, সরকার ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পরিকল্পনা করছে পাচারকারীরা যেন এভাবে আর পাচার কাজ করতে না পারে, সে ব্যবস্থা গ্রহণ করতে।
ফ্রান্সের নৌবাহিনী জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা অন্তত ২শ অভিবাসীকে উদ্ধার করেছে।