জম্মু ও কাশ্মিরে ভোট পড়েছে ৩৬.৯৩ শতাংশ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মিরে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। ৬ জেলায় ২৬টি আসনে মোট ২শ ৩৯ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন আর এবার মোট ভোটারের সংখ্যা ২৫ লাখ।

জানা গেছে, দুপুর ১টা পর্যন্ত মোট প্রদত্ত ভোটের হার ৩৬.৯৩ শতাংশ।

বিজ্ঞাপন

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দুস্তান টাইমস ও বার্তাসংস্থা এএনআই এ খবর জানায়।

খবরে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে জম্মু ও কাশ্মিরের ৬ জেলায় ২৬টি আসনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়। এতে দুপুর ১টা পর্যন্ত মোট ৩৬.৯৩ শতাংশ ভোট পড়েছে বলে ভারতের নির্বাচন কমিশন জানায়।

বিজ্ঞাপন

এর আগে ১৮ সেপ্টেম্বর প্রথম ধাপের ৭ জেলায় ২৪টি আসনে ৬১.১৩ শতাংশ ভোট পড়ে।

সাম্প্রতিক বছরগুলোতে রাজৌরি, পুঞ্চ ও রিয়াসি এলাকায় ব্যাপক সন্ত্রাসী হামলার কারণে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ করা হচ্ছে।

ভারতের সংবিধান থেকে জম্মু ও কাশ্মিরের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা বাতিলের পর এবারই প্রথম এই ইউনিয়ন টেরিটরিতে ভোটগ্রহণ করা হচ্ছে।

নির্বাচন কমিশনের আমন্ত্রণে ১৫টি দেশ থেকে পর্যবেক্ষকেরা বিভিন্ন অঞ্চলে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

উল্লেখযোগ্য প্রার্থী

দ্বিতীয় ধাপের নির্বাচনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় কংগ্রেসের প্রার্থী ওমর আব্দুল্লাহ। তিনি গান্ডারবাল ও বুদগাম এই দুটি আসন থেকে লড়ছেন।

অন্যদিকে, জম্মু ও কাশ্মিরের ভারতীয় জনতা পার্টি- বিজেপি’র প্রধান রবিন্দর রাইনা রাজৌরের নওশেরা আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

বিশেষ পোলিং স্টেশন

নির্বাচন কমিশন ১শ ৫৭টি বিশেষ পোলিং স্টেশন স্থাপন করেছে। এর মধ্যে ২৬টি ‘গোলাপি পোলিং স্টেশন। এর প্রধান নারী।

২৬টি পোলিং স্টেশন প্রতিবন্ধীদের জন্য। এর প্রধানও একজন প্রতিবন্ধী এবং ২৬ পোলিং স্টেশন তরুণদের জন্য।

সীমান্ত এলাকায় ৩১টি পোলিং স্টেশন এবং গ্রিন পোলিং স্টেশন ২৬টি এবং ২২টি স্বতন্ত্র পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে।

জম্মু ও কাশ্মিরের বিধান সভার আসন মোট ৯০টি। এর মধ্যে ১৮ সেপ্টেম্বরেরে প্রথম ধাপের ২৪টি আসনের নির্বাচনে ৯০ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২শ ২৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোট ২৩ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

দ্বিতীয় ধাপে ভোট প্রদান করবেন ২৫ লাখ ভোটার। তৃতীয় ধাপের ভোটগ্রহণ করা হবে ১ অক্টোবর। ৮ অক্টোবর ভোট গণনা করা হবে।