থাইল্যান্ডে শিক্ষার্থীবাহী বাসে আগুন, ২০ শিশুর নিহতের আশঙ্কা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে স্কুল শিক্ষার্থীবাহী বাসে আগুন ধরে গেলে অন্তত ২০ শিশুর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক স্কুলের শিশু ও শিক্ষকদের বহনকারী ৩টি বাস শিক্ষাসফর শেষে ফিরে আসার সময় একটি বাসে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বাসটির ভেতরে অন্তত ১০টি শিশুর মরদেহ দেখতে পেয়েছেন। জানা গেছে, বাসটিতে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হতো।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ অক্টোবর) বিবিসি এ খবর জানায়।

খবরে থাইল্যান্ডের পরিবহনমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়, বাসটিতে আগুন ধরে গেলে ১৬ শিশু ও ৩ জন শিক্ষককে উদ্ধার করা সম্ভবপর হয়েছে। তবে কতজন বাসটিতে আটকা পড়ে আছে, তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

তদন্তকারীরা জানিয়েছেন, ভীষণ তাপের কারণে তারা বাসের ভেতরে প্রবেশ করতে পারছেন না। ছবিতে দেখা গেছে, বাসটি পুরোপুরি পুড়ে গেছে।

জানা গেছে, ৩টি বাসে করে প্রাথমিক স্কুলের শিশু ও শিক্ষকেরা মিলে থাইল্যান্ডের উত্তরের প্রদেশ উথাই থানি প্রদেশে শিক্ষাসফরে গিয়েছিলেন।

পরিবহনমন্ত্রী সুরাইয়া জুয়ানগ্রুয়াংকিট জানিয়েছেন, বাসটি ছিল প্রাকৃতিক গ্যাসচালিত।