ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৪, আহত ৩৩

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার হামলায় ৪ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। এর মধ্যে শিশুও রয়েছে বলে জানা গেছে।

সোমবার (৭ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ইউক্রেনের সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইনডিপেন্ডেন্ট এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত ইউক্রেনের ৩টি জেলায় রাশিয়া ৮০টি গোলা ছুড়লে ৪ জন নিহত হন। এ ছাড়া বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রও ছুড়েছে ইসরায়েল।

এর মধ্যে একটি ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র, একটি লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম কেএইচ-৫৯ ক্ষেপণাস্ত্রও রয়েছে। এ ছাড়া ড্রোন হামলাও চালানো হয়েছে।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানায়, ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এবাদে ৩২টি ড্রোন হামলা চালানো হয়। তবে ইউক্রেনের এয়ারফোর্স সবগুলোকে বাধা দিতে সক্ষম হয়েছে।