পশ্চিমবঙ্গে খনিতে বিস্ফোরণ, নিহত ৪

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পশ্চিমবঙ্গে খনিতে বিস্ফোরণ/ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে খনিতে বিস্ফোরণ/ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের একটি খনিতে বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।

খনিতে বিস্ফোরণ ঘটানোর জন্য আনা ডিটেনেটর ট্রাক থেকে নামানোর সময় এ দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

সোমবার (৭ অক্টোবর) পুলিশের বরাত দিয়ে ভারতের ইংরেজি সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাম অনলাইন এ খবর জানায়।

খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের বীরভূমে একটি খনিতে পরিকল্পিত বিস্ফোরণের জন্য আনা ডিটেনেটর ট্রাক থেকে নামানোর সময় সোমবার সকাল ১০টা ৩০ মিনিটের তা বিস্ফোরিত হয়। এতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অনেকেই আহত হয়েছেন বলা হলেও কতজন আহত হয়েছেন, তা উল্লেখ করা হয়নি।

তবে পুলিশ জানিয়েছে, ডিটেনটর বহন করার জন্য যে যে সতর্কতা বজায় রাখা প্রয়োজন তা রাখা হয়নি বলে দুর্ঘটনাটি ঘটেছে।

তবে পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড (ডব্লিউবিপিডিসিএল) ৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় বিজেপি এমএলএ অনুপ সাহা ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। তাদের অবস্থা সংকটজনক।