রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রসায়নে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। তারা হলে- যুক্তরাষ্ট্রের নাগরিক ডেভিড বেকার ও জন এম. জাম্পার এবং যুক্তরাজ্যের নাগরিক ডেমিস হাসাবিস।

বুধবার (৯ অক্টোবর) সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে রসায়নের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করে।

বিজ্ঞাপন

রয়্যাল সুইডিশ একাডেমি জানিয়েছে, ‘পুরস্কারটি দুই ভাগে প্রদান করা হয়েছে। প্রথম ভাগটি 'কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন'-এর জন্য পেয়েছেন ডেভিড বেকার। তিনি যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অধ্যাপক। অপরদিকে দ্বিতীয় ভাগটি যৌথভাবে পেয়েছেন গুগল ডিপমাইন্ডের দুই বিজ্ঞানী ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার। তাদেরকে ‘প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন’-র জন্য যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) পদার্থবিদ্যায় এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জফ্রি ই হিন্টন।

বিজ্ঞাপন

পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজ নামের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে। এ বছরের নোবেল পুরস্কারের সমস্ত ঘোষণা nobelprize.org ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।