ইসরায়েলের আয়রন ডোমের ব্যাটারি লক্ষ্য করে হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলের রাজধানী তেল আবিবের গোপন স্থানে রাখা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এসময় তেল আবিব ও হাইফা এলাকায় সাইরেন বেজে ওঠে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২২ অক্টোবর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স ও ওয়াই নেট নিউজ এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, মঙ্গলবার সকালের দিকে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও হাইফা এলাকায় সাইরেনের শব্দ বেজে ওঠে।

এসময় হিজবুল্লাহ অন্তত ১৫টি রকেট হামলা করেছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানায়। এর বেশির ভাগই প্রতিহত করা হয়েছে। তবে একটি রকেট খোলা জায়গায় পড়ে। এছাড়া একটি রকেট এক ভবনের কাছাকাছি বিস্ফোরিত হলে এর কিছু ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছে।

অন্যদিকে, হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ব্যাটারি লুকিয়ে রাখার স্থান লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি সংগঠনটি।

সম্প্রতি, হামাস নেতা সিনওয়ারকে হত্যার পর হিজবুল্লাহ ইসায়েল অভিমুখে হামলার তীব্রতা বাড়িয়েছে।