রোজার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

২০২৫ সালে পবিত্র রামজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত।

সোমবার (২৮ অক্টোবর) দেশটির গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ১ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে।

বিজ্ঞাপন

দেশটির এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি ঘোষণা করেছে, হিজরি জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে রোজা শুরুর সময়। হিজরি পঞ্চম এই মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী ৩ নভেম্বর। আর এরপরই ধারণা করা যাবে, এবার রোজা কবে শুরু হতে পারে।

এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের মতে, আগামী ১ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে। তবে এটা সম্পূর্ণ চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

বিজ্ঞাপন