গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায়, শিশুসহ নিহত ১০৯

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ আরও ১০৯ জন নিহত

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ আরও ১০৯ জন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি আবাসিক ভবনে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় নারী-শিশুসহ আরও ১০৯ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বেইত লাহিয়ায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া একটি পাঁচ তলা আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ভবনটিতে থাকা শিশুসহ কমপক্ষে ১০৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ।

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হিসেবে শেখ নাইম কাসেমের নাম ঘোষণা করা হয়েছে। তিনি এতদিন সশস্ত্র গোষ্ঠীটির উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ।

বিজ্ঞাপন

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরেক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেক মানুষ।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ দাবি করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

উল্লেখ, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪৩ হাজার ৬১ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক লাখ এক হাজার ২২৩ জন।

অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন নিহত হয়েছে। বন্দি রয়েছে ২০০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক।

এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১২৭ শিশুসহ কমপক্ষে ২ হাজার ৭১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ হাজার ৫৯২ জন।