আবারও নুসাইরাত আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের হামলা, নিহত ১০
আবারও মধ্য গাজার নুসাইরাতে জাতিসংঘের পরিচালিত একটি স্কুলে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। এতে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এতে ক্লাসরুম থেকে বেডরুমে, ফিলিস্তিনি শিশুরা ধ্বংসস্তূপ এবং রক্তে মাখা গদির মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছে।
শুক্রবার (১ নভেম্বর) ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের তৈরি শরণার্থী শিবিরেে এ হামলা চালানো হয়। খবর আল জাজিরা।
- গাজায় আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫
- আবারও আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের বোমা হামলা, শিশুসহ নিহত ২৬
- গাজায় বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শতাধিক
আল জাজিরার সংবাদকর্মী জানান, কেন্দ্রীয় গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়া একটি স্কুলের প্রবেশপথকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ওই সংবাদকর্মী আরও জানান, এর আগেও আশ্রয়কেন্দ্রটি লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়। আজ ভোরে অঞ্চলটিতে লক্ষ্য করে আবার হামলা চালায় তারা। এতে এই হতাহতের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ২৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ এক হাজার ২৭ জন।