ট্রাম্পের জ্বালানিমন্ত্রী হচ্ছেন তেল-গ্যাস শিল্পের প্রধান নির্বাহী ক্রিস রাইট
-
-
|
![ছবি: সংগৃহীত](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2024/Nov/17/1731830457274.jpg)
ছবি: সংগৃহীত
ট্রাম্প তাঁর প্রশাসনে জ্বালানিমন্ত্রী হিসেবে ক্রিস রাইটকে বেছে নিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস শিল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা। শনিবার (১৬ নভেম্বর) ট্রাম এ সিদ্ধান্তের কথা জানান। খবর রয়টার্স।
রয়টার্স জানায়, ডেনভারে অবস্থিত লিবার্টি এনার্জি আন্মে একটি তেলক্ষেত্র পরিষেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও হলেন রাইট। তিনি তেল ও গ্যাসের উৎপাদন সর্বাধিক পর্যায়ে নিতে ও বিদ্যুতের উৎপাদন বাড়ানোর উপায় খুঁজতে ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করবেন বলে আশা করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার বিষয়ে ট্রাম্পের বিরোধী অবস্থানেও রাইটের সমর্থন থাকতে পারে। এর আগে তিনি জলবায়ু কর্মীদের ‘উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছিলেন। গত বছর লিংকডইনে পোস্ট করা একটি ভিডিওতে রাইট বলেছিলেন, ‘জলবায়ু সংকট বলে কিছু নেই। জ্বালানি ব্যবহারের রূপান্তরের মধ্যে আমরা থাকছি না।’