দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের সামরিক আইনের ঘোষণা পার্লামেন্টে প্রত্যাখ্যান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিরোধীদলের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছেন রাষ্ট্রপতি ইউন সুক ইওল। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।

এর পরপরই দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির বিপক্ষে পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ডিসেম্বর) গভীর রাতে অনুষ্ঠিত ভোটে ৩০০ জন সংসদ সদস্যের মধ্যে ১৯০ জন উপস্থিত ছিলেন। এসময় সবাই সামরিক আইন প্রত্যাহারের দাবিতে একটি প্রস্তাবের পক্ষে ভোট দেন।

প্রেসিডেন্টের এমন ঘোষণার পরপরই জাতীয় পরিষদের স্পিকার তার ইউটিউব চ্যানেলে এক জরুরি বিবৃতিতে সব আইনপ্রণেতাদের জাতীয় পরিষদে জড়ো হওয়ার আহ্বান জানান। তিনি সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শান্ত থাকার এবং তাদের অবস্থান ধরে রাখার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

কয়েক ঘণ্টা পর পার্লামেন্টে সামরিক আইনের ঘোষণাটি প্রত্যাহারের পক্ষে ভোট হয়। এরপরই জাতীয় পরিষদের স্পিকার উ ওন শিক ঘোষণা দেন, আইন প্রণেতারা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র রক্ষা করবেন। স্পিকার পার্লামেন্টের মাঠ থেকে পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের সরে যাওয়ার আহ্বান জানান।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, প্রেসিডেন্টের ঘোষণার পর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পার্লামেন্ট ও অন্যান্য রাজনৈতিক সমাবেশ স্থগিত করার ঘোষণা দেয়। এতে অস্থিরতা বাড়তে পারে।