ভিয়েতনামে প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণে ১২ সেনা নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণের সময় দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ১২ সেনা নিহত হয়েছেন। ডং নাই প্রদেশের সপ্তম সামরিক অঞ্চলে একটি সামরিক শুটিং রেঞ্জে এ বিস্ফোরণ ঘটে। খবর রয়টার্সের।

ভিয়েতনামের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, গত সোমবার রাতে ডং নাই প্রদেশে এই বিস্ফোরণ ঘটলেও সংবাদমাধ্যমে এটি এসেছে গতকাল বুধবার।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, নিহতদের অধিকাংশের মৃতদেহ পাওয়া গেছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহন করার সময় সেখানে বজ্রপাত আঘাত হানলে বিস্ফোরণ ঘটে।

ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটি সামরিক ইউনিট, স্বজন, বন্ধু ও টিমমেটদের জন্য এটি একটি অপূরণীয় ক্ষতি।

বিজ্ঞাপন