জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল হবে: ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জন্মসূত্রে স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাওয়ার নিয়ম বাতিল করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শিশু অবস্থায় আসা কিছু কাগজপত্রবিহীন অভিবাসীকে সহায়তায় ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

সংবাদমাধ্যম এনবিসির মিট দ্য প্রেসে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। নভেম্বরের নির্বাচনে জয়ের পর এটিই ছিল কোনো সম্প্রচার চ্যানেলকে তার দেওয়া প্রথম সাক্ষাৎকার।

বিজ্ঞাপন

এসময় ট্রাম্প বলেন, আগামী মাসে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই তিনি ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমার বিষয়টি দেখবেন। বলেন, এই মানুষগুলো নরকযন্ত্রণা ভোগ করছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর তিনি অভিবাসন, জ্বালানি ও অর্থনীতি নিয়ে অনেকগুলো নির্বাহী আদেশ জারি করবেন।

বিজ্ঞাপন

২০২০ সালের নির্বাচনে হারার তিন মাস পর তার সমর্থকরা কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা চালায়। ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, এ ঘটনায় যারা দোষী সাব্যস্ত হয়েছিলেন, তাদেরকে তিনি ক্ষমা করবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, প্রতিটি মামলা আমরা স্বতন্ত্রভাবে দেখব। তবে আমি খুব দ্রুত পদক্ষেপ নেব। প্রথম দিনেই।

অভিবাসন প্রসঙ্গে ট্রাম্প এনবিসিকে বলেন, তিনি নির্বাহী আদেশের মাধ্যমে তথাকথিত জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিল করার পরিকল্পনা করছেন। এই নীতির আওতায়, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যে-কেউ—তার বাবা-মা অন্য দেশে জন্মগ্রহণ করলেও—মার্কিন পাসপোর্ট পেয়ে থাকে।

জন্মগত নাগরিকত্বের বিধানটির জন্ম মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী থেকে। এ সংশোধনীতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সব ব্যক্তিই যুক্তরাষ্ট্রের নাগরিক।