বাংলাদেশ ও ভারতকে শান্তিপূর্ণভাবে মতপার্থক্য দূর করার আহ্বান যুক্তরাষ্ট্রের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতকে শান্তিপূর্ণ উপায়ে তাদের মতপার্থক্য দূর করার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরে এক নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, আমরা চাই সংশ্লিষ্টরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মতবিরোধ দূর করুক।

ভারত ও বাংলাদেশ উভয়েই সম্প্রতি ভারতের অভ্যন্তরে বাংলাদেশি কূটনৈতিক মিশনের ওপর সহিংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন। হামলার সেই ঘটনা এবং বাংলাদেশকে লক্ষ্য করে ক্রমবর্ধমান আগ্রাসী বক্তব্য সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে?

বিজ্ঞাপন

জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র আশা করে—বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবাদমান মতপার্থক্য দূর করবে।

তিনি বলেন, দেখুন, সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক, এটিই আমরা দেখতে চাই।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড লু দক্ষিণ এশিয়া সফরে গেলেও বাংলাদেশ ও পাকিস্তানে না যাওয়ার কারণ জানতে চাওয়া হয় মুখপাত্রের কাছে। দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো পরিবর্তন হয়নি জানিয়ে মিলার বলেন, ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে অগ্রাধিকার দেয় মার্কিন প্রশাসন।