সিরিয়ায় মসজিদে পদদলিত হয়ে চারজনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কের বিখ্যাত উমাইয়াদ মসজিদে পদদলিত হয়ে চারজন মারা গেছেন। এতে আহত হয়েছেন ১৬ জন।

শুক্রবার (১০ জানুয়ারি) এ হতাহতের ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন এক স্বাস্থ্য কর্মকর্তা। খবর এএফপি

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এক বিবৃতিতে বলেছে, "দামেস্কের স্বাস্থ্য পরিচালক ডক্টর মোহাম্মদ আকরাম মাতুক ঘোষণা করেছেন, গ্রেট উমাইয়াদ মসজিদ এবং এর আশেপাশে যে দুর্ঘটনা ঘটেছে তাতে পদদলিত হয়ে চারজন নিহত ও ১৬ জন আহত হয়েছে।" 

এর আগে, দামেস্কের গভর্নর মাহের মারওয়ান সানাকে বলেছেন, মসজিদে একটি বেসামরিক ইভেন্টের সময় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বার্তাসংস্থা এএফপির এক ফটো সাংবাদিক বলেছেন, যেখানে পদদলনের ঘটনা ঘটেছে, সেখানে বিনামূল্যে খাবার বিতরণ করা হচ্ছিল। খাবার নিতে অনেক মানুষ জড়ো হয়েছিলেন।

এপির একটি ভিডিওতে দেখা গেছে, খাবার সংগ্রহ করতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম আল ওয়াতান জানিয়েছে, সামাজিক মাধ্যমের তারকা ও ইউটিউবার আবু ওমর সেখানে খাবার বিতরণ করতে গিয়েছিলেন। তিনি এর আগে ইউটিউবে খাবার প্রস্তুতের একটি ভিডিও প্রকাশ করেন।