যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর সম্মতি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সমাপ্তির পরে যুদ্ধের অবসানে সম্মত হয়েছেন বলে জানিয়েছে হামাসের একটি সূত্র।

শনিবার (১১ জানুয়ারি) হামাসের একটি সূত্র লন্ডন ভিত্তিক নিউজ আউটলেট আল-আরবি আল-জাদেদকে জানিয়েছে উল্লেখ করে এক প্রতিবেদন প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট

বিজ্ঞাপন

আল-আরবি এক প্রতিবেদনে জানায়, গাজা-ইসরায়েল যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর অবস্থানের একটি স্পষ্ট পরিবর্তন হয়েছে। তিনি যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায় শেষ হওয়ার পরে যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন।

ইসরায়েলের জাতীয় সম্প্রচারকারী কান নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, হামাসের সঙ্গে কাতারের জিম্মি এবং যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ফলপ্রসূ আলোচনার একটি ইতিবাচক বার্তা ইসরায়েলকে পাঠানোর পর নেতানিয়াহু এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 

বিজ্ঞাপন

হামাসের একটি সূত্র লন্ডন ভিত্তিক নিউজ আউটলেটকে বলেছে, বিতর্কিত বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। এখন আপাতত যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণেই নেতানিয়াহুর অবস্থান পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে আল-আরাবি।