ক্রাইস্টচার্চে মসজিদে হামলা
ছেলের জন্য মসজিদের সামনে মায়ের অপেক্ষা
ছেলের খোঁজ পাওয়ার আশায় ক্রাইস্টচার্চের একটি মসজিদের কাছে চার ঘণ্টা ধরে অপেক্ষারত আছেন মা রোজমেরি ওমর।
রোজমেরি জানান, সকালে তিনি তার ছেলে তারিক ওমরকে (২৪) মসজিদের মূল ফটকের সামনে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করার জন্যে গাড়ি ঘুরিয়ে মসজিদের পেছনের অংশে চলে যান। এর মধ্যে তিনি বেশ কয়েকবার গুলি ছোড়ার শব্দ শুনতে পান।
গুলির শব্দে গাড়ি পার্ক না করেই তিনি পুনরায় গাড়ি ঘুরিয়ে মসজিদের সামনে এসে অনেকগুলো মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
রোজমেরি বলেন, ‘এখানে অপেক্ষা করছি শুধু এটা নিশ্চিতভাবে জানান জন্য যে আমার ছেলেটা বেঁচে আছে কিনা, ভালো আছে কিনা। ওকে ফোন কল দিয়েও পাওয়া যাচ্ছে না’।
তিনি আরও জানান, ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা তাকে অপেক্ষা করতে ও ধৈর্য ধরতে বলেছেন। তারা আশ্বস্ত করেছে, রোজমেরির ছেলের খোঁজ খুব দ্রুতই পাওয়া যাবে।
রোজমেরি আতঙ্কগ্রস্ত হয়ে বলেন, ‘আমি বুঝতে পারছিনা আমার কেমন বোধ হচ্ছে। আমি কোনকিছু বুঝতে পারছিনা। সবকিছু অসাড় মনে হচ্ছে। অবাস্তব মনে হচ্ছে চারপাশের সবকিছু’।
উল্লেখ্য, শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে (নিউজিল্যান্ড সময় অনুযায়ী) নিউজিল্যান্ডের ক্রাইষ্ট চার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় অল্পের জন্য বাংলাদেশ ক্রিকেট টিমের খেলোয়াড়রা রক্ষা পেলেও এখন পর্যন্ত নিহত হয়েছে অন্ততপক্ষে ৪০ জন মানুষ।