ক্রাইস্টচার্চে হামলায় বিশ্বনেতাদের শোক
নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে বিশ্ব নেতারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিশ্বনেতারা তাদের শোকবার্তা নিউজিল্যান্ড ও হামলায় হতাহতদের পরিবারের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে হতাহতদের প্রতি গভীর শোক জানিয়ে লেখেন, ‘মসজিদে হামলার ঘটনায় নিউজিল্যান্ডের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। ৪৯ জন নির্দোষ নিহত হয়েছেন। সেই সঙ্গে বহু মানুষজন গুরুতর আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র এই ঘটনায় নিউজিল্যান্ডের পাশে রয়েছে। সবার মঙ্গল কামনা করছি।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে নিউজিল্যান্ডের প্রতি গভীর শোক জানিয়েছেন। তিনি টুইটারে লেখেন, ‘যুক্তরাজ্যের পক্ষ থেকে এই ভয়াবহ জঙ্গি আক্রমণের পর আমি নিউজিল্যান্ডের প্রতি গভীর শোক জানাচ্ছি। আমি এই হামলার ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।’
প্রধানমন্ত্রীর পাশাপাশি শোক জানিয়েছেন যুক্তরাজ্যের রানী এলিজাবেথ। তিনি টুইটারে উল্লেখ করেন, ‘ক্রাইস্টচার্চের ঘটনায় আমি শোকাহত। প্রিন্স ফিলিপ ও আমি হতাহতদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর শোক জানাচ্ছি। সেই সঙ্গে হামলা পরবর্তী ঘটনায় আহতদের চিকিৎসায় জরুরি সেবা ও স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার প্রশংসা করছি। এই শোকের সময়ে আমি সমবেদনা জানাচ্ছি নিউজিল্যান্ডবাসীর জন্য।’
এছাড়াও এই ঘটনার জন্য গভীরভাবে শোক জানিয়েছেন পোপ ফ্রান্সিস্কো, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মার্কন।