জার্মানিতে হিজাব পরা প্রার্থী নিয়ে বিতর্ক



সেন্ট্রাল ডেস্ক ৩

  • Font increase
  • Font Decrease
জার্মানির ব্যবসাবান্ধব রাজনৈতিক দল মুক্ত গণতন্ত্রী বা এফডিপি স্থানীয় নির্বাচনে হিজাব পরা এক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে৷ আয়গ্যুল কিলিচ নামের ঐ প্রার্থী অনলাইনে বিরূপ মন্তব্যের শিকার হয়েছেন৷ উত্তর জার্মানির নয়ম্যুনস্টারের স্থানীয় নির্বাচনে দাঁড়িয়েছেন কিলিচ৷ ২৫ মার্চ নিজের ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্টার প্রকাশ করেন তিনি৷ পরে দ্রুতই ফেসবুক আর টুইটারে সেটি সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য ছড়িয়ে পড়ে৷ অনেকে প্রশ্ন করেন, এফডিপি কীভাবে এমন পোশাক পরা একজনকে প্রার্থী করলো? অনলাইনে এমন বিতর্কের পর এফডিপির নয়ম্যুনস্টার শাখা একটি বিবৃতি দিয়েছে৷ কিলিচকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছে সেগুলোকে ‘ঘৃণাপূর্ণ’ ও ‘ডানপন্থি’ বলে আখ্যায়িত করেছে দলটি৷ এছাড়া বিবৃতিতে এফডিপি বলেছে, ‘‘প্রগতিশীল ও উদার মানুষ হচ্ছেন তাঁরা, যাঁরা অন্য সংস্কৃতি, ধর্ম ও দেশের মানুষ কী পরবে সে ব্যাপারে নাক গলায় না৷’’ জাতীয় পর্যায়ের সাংসদরাও এই বিতর্কে অংশ নিয়েছেন৷ অভিবাসন ও ইসলামবিরোধী দল এএফডির বেয়াট্রিক্স ফন স্টর্স বিষয়টি নিয়ে টুইটারে একটি শ্লেষপূর্ণ পোস্ট দিয়েছেন৷ তিনি কিলিচের কাছে জানতে চেয়েছেন, ‘‘খ্রিস্টান ও ইহুদিদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করা’’ ইসলামি আইন তিনি (কিলিচ) প্রত্যাখ্যান করেন কিনা৷ এদিকে, জার্মানির সংসদে এফডিপির সংসদ সদস্য কন্সটানটিন কুলে কিলিচের ঘটনায় নিজেকে গর্বিত মনে করছেন৷ ‘‘এমন এক দলের অংশ হয়ে আমি গর্বিত, যারা কিলিচের মতো নারীকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেয়ার সুযোগ দিয়েছে,’’ টুইটে লেখেন তিনি৷ তবে এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এফডিপির ভাইস চেয়ারম্যান ভল্ফগাঙ কুবিচকি৷ জার্মান দৈনিক ‘ডি ভেল্ট’কে তিনি বলেন, ‘‘হেডস্কার্ফ পরা বা না পরা একজন মুসলিম প্রার্থীর যারা সমালোচনা করছে, তাদের নরকে যাওয়া উচিত৷’’ ডি ভেল্ট-এর এফডিপিপন্থি সম্পাদক উল্ফ পোশার্ড্ট কিলিচের সমর্থকদের ভয় না পাওয়ার পরামর্শ দিয়েছেন৷ কারণ, উদারপন্থিরা জানেন ‘‘হেডস্কার্ফের নীচে যা ঘটে, সেটিই গুরুত্বপূর্ণ,’’ বলেন তিনি৷ উল্লেখ্য, নয়ম্যুনস্টার শহরে ৬ মে নির্বাচন অনুষ্ঠিত হবে৷
   

পুতিন হিংস্র ও অত্যাচারী শাসক: বাইডেন



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে বলেন, ‘পুতিন নিশ্চিত ছিলেন ন্যাটোতে ফাটল ধরাতে পারবেন। পুতিন এক হিংস্র ও অত্যাচারী শাসক। কিন্তু  আমরা ইউক্রেনকে ফেলে চলে যাচ্ছি না এবং চলে যাবও না।’

রোববার (২৬ মে) রুশ সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ওয়েস্ট পয়েন্টে মার্কিন সামরিক একাডেমিতে স্নাতকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জো বাইডেন বলেন, 'ইউক্রেন যুদ্ধে কোনো মার্কিন সেনা অংশ নিচ্ছে না। আমি বিষয়টাকে এরকমই রাখতে অঙ্গীকারবদ্ধ। আমরা এমন একজন ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছি যাকে আমি বহু বছর ধরে চিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেন, তিনি ২০২১ সালে জেনেভায় এক বৈঠকে ইউক্রেনকে নিরপেক্ষ রাখতে বা ফিনল্যান্ডের মতো করতে চাইলে এর ফল হবে সমগ্র ইউরোপ ন্যাটোতে যোগ দেবে।

তিনি বলেন, বর্তমানে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা জোট (ন্যাটো) অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী।

পুতিনের এই বক্তব্যের জবাব দিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আনতোনভ। তিনি জানান, রুশ প্রেসিডেন্টকে নিয়ে নেতিবাচক বক্তব্য দিয়ে বাইডেন সমগ্র রুশ জাতিকে অপমান করেছেন।

'আমি বিশ্বাস করি এ ধরনের ব্যবহার যেকোনো দায়িত্বশীল রাজনীতিবিদের ক্ষেত্রে অগ্রহণযোগ্য, বিশেষত সেই রাজনীতিবিদ যখন যুক্তরাষ্ট্রে মতো একটি দেশের নেতা', যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'রুঢ় বাক্যের ব্যবহার ও আমাদের প্রেসিডেন্টের ভাবমূর্তি ক্ষুণ্ন করে নিজের আত্মবিশ্বাস বাড়ানোর প্রচেষ্টায় এটাই প্রমাণ হয়েছে যে রাশিয়ার ওপর রেগে আছে ওয়াশিংটন, কারণ দেশটি (যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত) তথাকথিত বৈশ্বিক নীতিমালার বিরুদ্ধাচারণ করেছে।'

রুশ কূটনীতিক আরও বলেন, 'মার্কিন প্রশাসনকে এটা অনুধাবন করতে হবে যে আমরা আমাদের জাতীয় স্বার্থ মেনে নিরপেক্ষ ও সার্বভৌম নীতি অবলম্বন করতে থাকব।'

;

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ১১ সদস্য নিহত 



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন।ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহতরা সবাই একই পরিবারের সদস্য। 

সংবাদমাধ্যম  দ্য ডনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (২৬ মে) স্থানীয় সময় সন্ধ্যায় রাজ্যের কোট আড্ডু জেলার হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের ভেতর ৫ জন পুরুষ, ৩ নারী, ২ শিশু ও এক কিশোরী রয়েছেন।

সংবাদ সূত্রে জানা গেছে, মুলতান থেকে ভাক্কার যাচ্ছিল যাত্রীবাহী ভ্যানটি। এ সময় জেলার এমএম রোডে উল্টো দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন নাকভি।



;

ব্রিটিশ এয়ার ফোর্সের বিমান বিধ্বস্ত, পাইলট নিহত



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাজ্যের লিংকনশায়ারে রয়েল এয়ার ফোর্স স্টেশনের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়ে এর পাইলট নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে জরুরি পরিষেবা ওই এয়ারক্রাফটি বিধ্বস্তের কথা জানায়। 

বিবিসি রয়েল এয়ার ফোর্সের বরাত দিয়ে জানিয়েছে, বিমানটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় ব্রিটেন মেমোরিয়ার ফ্লাইটের সঙ্গে যুক্ত ছিল। কীভাবে এটি বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্তের কথা জানিয়েছে আরএএফ। 

এদিকে বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছে রয়েল এয়ার ফোর্স (আরএএফ) কর্তৃপক্ষ। ওই পাইলটের পরিবারকে তার মৃত্যুর বিষয়টি জানোনো হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে ওই পাইলটের নাম প্রকাশ করা হয়নি। 

লিংকনশায়ারের পুলিশ জানিয়েছে, ল্যানগ্রিক রোডে বিমানটি বিধ্বস্ত হয়, এটি রয়েল এয়ার ফোর্স স্টেশনের কাছেই ছিল। এ ঘটনার পর ওই এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। চালকদের বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।

;

খারকিভে সুপারমার্কেটে রুশ হামলা, নিহত ১১



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর খারকিভের একটি সুপারমার্কেটে দুটি গ্লাইড বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ১১ জন নিহতসহ বহু সংখ্যক আহত হয়েছেন। হামলার পরই ওই মার্কেট থেকে বড় ধরনের অগ্নি কুণ্ডলি বের হতে দেখা যায়।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি বলেন, সুপারমার্কেটের ভেতরে ২০০ জনের বেশি মানুষ ছিল। একই সঙ্গে তিনি এ ঘটনাকে রাশিয়ার পাগলামি বলে আখ্যায়িত করেছেন। 

রোববার (২৬ মে) খারকিভের গভর্নর ওলেহ সাইনিহুবোভ জানিয়েছেন, হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এর আগে তিনি জানান, হামলায় ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারিয়েছে এবং ৪০ জন আহত হয়েছে। এছাড়া ১৬ জন নিখোঁজ রয়েছে। 

খারকিভের মেয়র ইহর তেরেখভ বলেন, রাশিয়ার হামলায় অনেকে নিখোঁজ রয়েছে। এ ধরনের হামলা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয়। 

এদিকে আত্মরক্ষার জন্য ইউক্রেন প্রেসিডেন্ট পশ্চিমাদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আসছেন। 

ইউক্রেনে হামলাটি এমন এক সময় হলো যখন ইতালিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে এর অর্থমন্ত্রী রাশিয়ার দখল করা সম্পদের লভ্যাংশ থেকে কিয়েভকে সহযোগিতার প্রস্তাব দেন। 

;