শান্তি চুক্তিতে আফগানিস্তানের দরজা উন্মুক্ত: আব্বাস
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি চুক্তিতে আগ্রহী আফগানিস্তান। শান্তি চুক্তির প্রধান মধ্যস্থতাকারী ও তালেবান শীর্ষ নেতা শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই বুধবার (১৮ সেপ্টেম্বর) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।
তিনি বলেন, 'আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য এই চুক্তির দরকার। আর এর জন্য আমাদের দরজা সবসময় উন্মুক্ত।'
আরও পড়ুন: আফগানিস্তান শান্তি চুক্তির যোগ্যতা রাখে না: ট্রাম্প
ট্রাম্পের শান্তি চুক্তি বাতিল ঘোষণার এক সপ্তাহ পর আব্বাস স্টানিকজাই এই বিবৃতি দেন।
উল্লেখ্য শান্তি চুক্তির জন্য ৮ সেপ্টেম্বর আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গণি ও তালেবান নেতাদের সঙ্গে ম্যারিল্যান্ডের ডেভিড শিবিরের বৈঠকে স্থগিত করেন।
একইদিনে ট্রাম্প তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে তালেবানদের সঙ্গে করা শান্তি আলোচনা বাতিল ঘোষণা করে, আফগানিস্তান এ চুক্তি করার যোগ্যতা রাখে না বলে জানান তিনি।
এর কারণ হিসেবে প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বোমা হামলার দায় স্বীকার করে তালেবান জঙ্গি গোষ্ঠী। এ বোমা বিস্ফোরণে এক মার্কিন সেনাসহ ১১ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প সরকার ৭ সেপ্টেম্বর শান্তি চুক্তি থেকে পিছু হটেন। ওই চুক্তিতে আমেরিকা আফগানিস্তান থেকে তাদের কয়েক হাজার সেনা প্রত্যাহার করবে বলেও জানানো হয়।
আরও পড়ুন: কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১০